THIKANA CLINIC

THIKANA CLINIC

Menu

আমার খুব কাছের বন্ধুরা আমাকে ছেড়ে চলে যায়’

  জীবনে চলার পথে বিভিন্ন কারণে বিষণ্ণতা ঘিরে ধরতে পারে, থমকে যেতে পারে স্বাভাবিক জীবনযাত্রা। হতাশার এই সময়ে সঠিক দিকনির্দেশনা সাহায্য করতে পারে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে। বাংলা ট্রিবিউনের নিয়মিত আয়োজনে আপনার মনের কথাগুলো শুনে প্রতি শনিবার পরামর্শ দেবেন মনোরোগ চিকিৎসক আতিকুল হক। পরিচয় গোপন রেখে যেকোনো ধরনের মানসিক টানাপোড়েনের বিষয় আমাদের জানাতে পারেন। ‘আমার খুব কাছের বন্ধুরা আমাকে ছেড়ে চলে যায়’

প্রশ্ন: আমার বয়স ৩৫ বছর। মা-বাবা আমার সঙ্গে অনেক অন্যায় করেছে। নিজেদের টক্সিক সম্পর্কের জেরে আমার শৈশব একেবারে নষ্ট করে দিয়েছে। আমার গায়ে হাত তোলা, আত্নবিশ্বাস ভেঙে দেওয়া, নিজেদের স্বার্থে আমাকে ব্যবহার করার মতো কাজ করেছেন। আমি সারাজীবন অনেক ঘৃণা পুষে বড় হয়েছি তাদের প্রতি। তবে নিজের মনের শান্তির জন্য এখন আমি তাদের ক্ষমা করে দিতে চাই। কিন্তু আমি মা-বাবাকে ক্ষমা করতে পারছি না। কোনোভাবেই তাদের প্রতি ক্ষোভ কমাতে পারছি না। বারবার শুধু মনে হয় কেন আমার সঙ্গেই এমন হলো? সবাই তাদের পরিবার থেকে ভালোবাসা, আদর, স্নেহ পায়। আমি কেন শুধু খারাপ স্মৃতিই পেলাম?

উত্তর: বাবা-মার প্রতি আপনার ক্ষোভ কমানোর চেষ্টা করার কোনও প্রয়োজন নেই। নিজের উপর জোর করার কোনও প্রয়োজন নেই। নিজের উপর জোর খাটিয়ে কেউই কোনোদিন সফল হতে পারে না। আপনি আপনার ক্ষোভ কমাতে চান কারণ আপনি অনুশোচনায় ভুগছেন। অনুশোচনা আপনার এনার্জি ড্রেন করছে। ফলে আপনার ক্ষোভ আরও বেড়ে যাচ্ছে। অনুশোচনা বা ফিলিং অব গিল্ট থেকে আপনি সহজেই মুক্ত করতে পারেন নিজেকে। ক্ষোভকে নিজের চরিত্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করুন। এর সাথে যুদ্ধ করা বন্ধ করুন, এর সমালোচনা করা, বা একে পাল্টানোর চেষ্টা করা বা এর জন্য নিজেকে তিরস্কার বা দায়ী মনে করা বন্ধ করুন। নিজেকে সকল বৈশিষ্ট্যকে নিঃশর্তভাবে ভালোবাসুন। এভাবে আপনি আপনার মনকে প্রশান্ত করতে পারবেন।

শ্ন: আমার বয়স ২০ বছর, বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আমি পড়াশোনায় ভালো, গান গাই, বিতর্ক করি। সমস্যা হচ্ছে আমার খুব কাছের বন্ধুরা আমাকে ছেড়ে চলে যায়। বেশ কয়েকবার একই ঘটনা ঘটলো। একজন বলল আমার পাশে থাকলে তাকে কেউ দেখতে পায় না, সব আলো আমি ছিনিয়ে নিই। তাই আমার সঙ্গে তার চলা সম্ভব হচ্ছে না। আরেকজনও অনেকটা এমন কারণ দেখিয়েই সম্পর্ক নষ্ট করলো। আমি খুব ভেঙে পড়েছি বিষয়টা নিয়ে। সমস্যা কি আমার মধ্যেই?

উত্তর: আপনি আসলে বন্ধু চিনতে ভুল করছেন। যারা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে তার আপনার প্রকৃত বন্ধু নয়। আপনি আপনার মনের শান্তি আপনার বন্ধু অথবা অন্য যে কারো হাতে তুলে দিলে আপনি পদে পদে আশাহত হবেন। ভালো এবং মন্দ সকল বৈশিষ্ট্যকে নিজেকে নিঃশর্তভাব মেনে নিতে পারলে বন্ধুরা আপনাকে ছেড়ে গেলেও আপনার তাতে খারাপ লাগবে না। নিজেকে অন্যের পছন্দমাফিক পরিবর্তন করার চেষ্টা করে কোনও লাভ নেই। এরকম চেষ্টা করার কোনও প্রয়োজনও নেই। কোনও ব্যপারে নিজেকে দায়ী মনে করারও কোন প্রয়োজন নেই। নিজের মন যেটা করতে চায় আপনি সেটাই করুন। বন্ধুবিচ্ছেদের যন্ত্রণা থেকে মুক্ত হবার চেষ্টা না করে এটাকে নিবিড়ভাব আত্মস্থ করুন। সুখ ও আনন্দকে যেভাবে আপনি আলিঙ্গন করেন, অবধারিত কষ্ট ও যন্ত্রণাকেও সেভাবে আলিঙ্গন করুন, ভালোবাসুন 

     




   Depression can be around for various reasons along the way in life, the normal way of life can stop. The right guidance during these times of depression can help you get back to normal life quickly. Psychiatrist Atiqul Haque will give advice every Saturday by listening to your thoughts in the regular program of Bangla Tribune. You can report any kind of emotional tension to us anonymously.

'My closest friends leave me'

Question: I am 35 years old. My parents have wronged me a lot. My childhood was completely ruined by our own toxic relationship. They did things like laying hands on me, breaking my confidence, using me for their own interests. I grew up hating them all my life. But now I want to forgive them for my own peace of mind. But I can't forgive my parents. I can't reduce my anger towards them in any way. Repeatedly think why this happened to me? Everyone gets love, care, affection from their family. Why do I only get bad memories?

Answer: There is no need to try to reduce your anger towards parents. There is no need to force yourself. No one can ever succeed by forcing themselves. You want to reduce your anger because you are suffering from regret. Regrets are draining your energy. As a result, your anger is increasing. You can easily free yourself from regret or feeling of guilt. Think of anger as an integral part of your character. Stop fighting it, criticizing it, or trying to change it or blame or blame yourself for it. Love yourself unconditionally in all aspects. This way you can calm your mind.

Q: I am 20 years old, studying in university. I am good at studies, singing, debating. The problem is that my closest friends leave me. The same thing happened several times. One said if he is by my side no one can see him, I take away all the light. So it is not possible for him to go with me. Another person also ruined the relationship by showing similar reasons. I am so torn about it. Is the problem in me?

Answer: You are actually misidentifying friends. Those who leave you are not your real friends. If you entrust your peace of mind to your friends or anyone else, you will be hopelessly disappointed. If you can accept yourself unconditionally, good and bad, you won't feel bad if your friends leave you. There is no point in trying to change yourself to suit others. There is no need to even try. There is no need to feel responsible for anything. Do what your heart wants to do. Instead of trying to escape the pain of a breakup, absorb it deeply. As you embrace happiness and joy, embrace and love the inevitable pain and suffering 


www.thikanaclinic.com

Cookie settings
This site uses cookies to offer you a better browsing experience.
You can accept them all, or choose the kinds of cookies you are happy to allow.
Privacy settings
Choose which cookies you wish to allow while you browse this website. Please note that some cookies cannot be turned off, because without them the website would not function.
Essential
To prevent spam this site uses Google Recaptcha in its contact forms.

This site may also use cookies for ecommerce and payment systems which are essential for the website to function properly.
Google Services
This site uses cookies from Google to access data such as the pages you visit and your IP address. Google services on this website may include:

- Google Maps
Data Driven
This site may use cookies to record visitor behavior, monitor ad conversions, and create audiences, including from:

- Google Analytics
- Google Ads conversion tracking
- Facebook (Meta Pixel)